Be a Trainer! Share your knowledge.

[ZorexID] সময় থাকতে বানিয়ে নিন PNG Smart Card

আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ধরণের PNG Smart Card Maker TooL

আমার পূর্বের তৈরি Smart Card Maker টা থেকে একই রকম দেখতে কার্ড সকলে সাবমিট দেয়ার কারণে একসময় ফেসবুক সেটাকে চিনে ফেলে।
তাই ভেরিফিকেশনে সমস্যা হয়।

কিন্তু যারা সেটাকে হালকা এডিট করে সাবমিট দিয়েছে, তাদের আইডি ঠিকই ভেরিফাই হয়েছে।

তাই আমি এবার PNG বা স্বচ্ছ Background এর + নতুন স্টাইলের স্মার্ট কার্ড নিয়ে এলাম। এটি এখন আর একজনের সাথে আরেকজনেরটা মিলবে না।

png smart card

সবচেয়ে বড় সাফল্য হলো এটি দিয়ে Already অনেকে আইডি ব্যাক আনতে পেরেছেন।

আসুন দেখি কিভাবে বানাবো।

প্রথমে এই লিংকে যান http://zorexid.cu.ma/id/smart-card-png



এরপর গ্রুপের Join button এ ক্লিক করুন, চিন্তার কিছু নেই, গ্রুপে Auto Approval On করা, তাই রিকোয়েস্ট দেয়ার সাথে সাথে Accept হয়ে যাবে।

এবার পিন পোস্ট, বা গ্রুপ Announcement Post এ দেখুন লিংক দেয়া আছে, লিংকে ক্লিক করুন।







Or, Direct Post Link (Link will work after joining group)

ক্লিক করার পর আমরা Maker Page এ চলে যাবো। ছবির মতো করে তথ্যগুলো পূরণ করুন:



এবার আপনার ছবিকে Crop করুন এবং Background টা Remove করে PNG format এ Save করে নিন।



ছবির শুধু মাথার উপর থেকে গলার নিচ পর্যন্ত রাখবেন, যেমনটা ছবিতে দেখালাম

যদি ছবির Background remove কিভাবে করতে হয় তা না জানেন, তবে আমাকে জানান, এটা নিয়ে আরেকটা পোস্ট পাবেন ইনশাল্লাহ।

এবার আপনার তথ্যগুলো দরকার মতো দিয়ে সাবমিট দিন, ব্যাস, হয়ে যাবে।

এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কিভাবে কার্ডটি ইডিট করে ব্যবহার করবেন?





আপনারা যারা ছবি এডিটিং সম্পর্কে ধারণা আছে, তারা কার্ডটি ডাউনলোড করলেই এর ব্যবহার সম্পর্কে বুঝে যাবেন।

এরপরো দরকার হলে মেসেজ দিবেন, তখন এটা নিয়ে আরেকটা পোস্ট করবো, ইনশাল্লাহ।

আমি ট্রিকবিডির কাছ থেকে অনেককিছু শিখেছি, তাই ট্রিকবিডির প্রতি ভালোবাসা স্বরূপ ট্রিকবিডির মতো একটি Blogger template ডিজাইন করলাম



trickbd blogger theme

Live Demo: www.zorextune.blogspot.com
এমনিতে এটার মূল্য ৮০০ টাকা, কিন্তু রমজান উপলক্ষে বর্তমানে মাএ 100 টাকাতে থিমটি পাবেন। Offer সীমিতো সময়ের জন্য।

কিনতে চাইলে এখনি এই পেইজে মেসেজ দিন:
http://m.facebook.com/zorexz

Smart Card নিয়ে আপনার কোন পরামর্শ থাকলে কমেন্ট কিংবা মেসেজে জানাতে পারেন।

Post By: Zorex Zisa

About Author

Previous
Next Post »