Be a Trainer! Share your knowledge.

স্বল্প মূল্যে দেশের সেরা ডোমেইন+হোস্টিং প্যাকেজ [বাংলাদেশি ট্রাস্টেড সাইট]

আসসালামু আলাইকুম।


আশাকরি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।


লক-ডাউনে বাসাতেই আছি। তবুও পোস্ট লেখার মত তেমন সময় পাচ্ছি না।


জানেন ই তো, বেকার যুবকের ব্যস্ততা বেশি।

গত কয়েক দিন থেকেই ভাবছি কি নিয়ে পোস্ট করা যায়। কিন্তু তেমন টপিক মাথাই আসছিলো না। গতকাল হঠাৎ আমার পরিচিত একজন জিজ্ঞেস করছে আমি কোন সাইট থেকে ডোমাইন/হোস্টিং নিয়ে থাকি।


তাই ভাবলাম যে আমি টেকনোলোজি সম্পর্কে যখন যে টা জানতে পারি, তখন সেটা ট্রিকবিডি তে তুলে ধরি। তাহলে এটা কেনো বাদ যাবে।


ট্রিকবিডির সাথে ২০১৩ সাল থেকে আছি, তবুও আমি কিন্তু খুব একটা গুছিয়ে বা স্টাইল করে লিখতে পারি না। আসলে ট্রিকবিডি কে আমি আমার বন্ধু মনে করি। তাই সময় পেলে গল্পাকারেই পোস্ট লেখা শুরু। চলুন পোস্টের ভিতরে প্রবেশ করা যাক।



ওয়েবসাইট টি হচ্ছে  munnihost.com


এটা মূলত বাংলাদেশি একটা সাইট।


  • এটা মুলত বাংলাদেশি একটা কোম্পানি। তাই ক্রেডিট/ডেবিট কার্ডের দরকার নাই।

  • বিকাশ, রকেট বা নগত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন।

  • ফুল কন্ট্রোল প্যানেল পাবেন (ডোমেইন এবং হোস্টিং এর)।

  • সার্ভার স্পিড আমার কাছে খুবই ভালো লেগেছে। 0.2 সেকেন্ড মত লোডিং টাইম।

  • Softaculaous Installer/SSL Certificate

  • Bandwidth/Database/Webmail=== Totally Unlimited

  • Daily Backup

  • তাদের কাস্টমার সার্ভিসে আমি আসলেই মুগ্ধ। আমি যে কয়বার নক করেছি। কয়েক মিনিটের ভিতরেই রিপ্লাই পেয়েছি।

আচ্ছা, তাদের প্যাকেজ গুলো সম্পর্কে একটু বলি।


  • 20GB Superfast SSD Hosting+ .Com Domain= 999taka

  • 30GB Superfast SSD Hosting+ .Com Domain= 1500taka

  • 40GB Superfast SSD Hosting+ .Com Domain= 1999taka

  • 50GB Superfast SSD Hosting+ .Com Domain= 1999taka

  • 40GB Superfast SSD Hosting+ .Com Domain= 2500taka

  • Unlimited Superfast SSD Hosting+ .Com Domain= 5000taka

আরো ভালো ভালো অফার দেয় তারা মাঝে মাঝেই। আপনি একটু কষ্ট করে দেখে নিয়েন। কারন বিভিন্ন সময়ে তারা বিভিন্ন রকমের অফার ছাড়ে।

আচ্ছা, আমি আমার জন্য একটা হোস্টিং অর্ডার করছি।


আপনারা অর্ডারের প্রসেসিং টা দেখুন।


প্রথমে সাইটে প্রবেশ করছি। তারপর হোস্টিং প্যাকেজ টি সিলেক্ট করছি।


এইখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ডোমেইন টি লিখে সার্চ করুন।



আপনার কাঙ্ক্ষিত ডোমেইন টি Available থাকলে Continue তে ক্লিক করুন।



ডোমেইন কনফিগারেশনের সময় কিছু না কিছু অপশন ফ্রি থাকেই। তো আপনি আপনার কপাল গুনে যেগুলো ফ্রি পাবেন, সব নিয়ে নিবেন।



যেমন আমি ৩ টা অপশন ফ্রি পেয়েছি, তাই নিয়ে নিলাম। তারপর Continue তে ক্লিক করলাম।


অর্ডার করতে Check Out এ ক্লিক করছি।


তারপরে সঠিক ইনফর্মেশন দিয়ে একাউন্ট করে নিচ্ছি।


আর যদি আগে থেকেই একাউন্ট করা থাকে তাহলে Already Registered অপশনে ক্লিক করে Login করুন।



এবার Complete Order এ ক্লিক করছি।



তারপর দেখুন আপনার ইনভয়েস দেখা যাচ্ছে।


এবং সেখানে Unpaid দেখাচ্ছে।

এখান পেমেন্ট করার পর্ব।


ইনভয়েসে দেখুন পেমেন্ট মেথড এবং  ও রেফারেন্স নাম্বার আছে [উল্লেখ্য যে- আপনার রেফারেন্স নাম্বার আলাদা হবে, এবং রেফারেন্স নাম্বার অনুযায়ী পেমেন্ট করতে হবে।]


আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি, দেখুন আমার সার্ভিস এক্টিভ হয়ে গেছে।



আপনার হোস্টিং এর যাবতীয় ইনফর্মেশন দেখতে পারবেন আপনার ইমেইল এবং munnihost.com সাইটের একাউন্টে।


(অর্ডার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন Live Chat অথবা মোবাইল ফোনে।)



আমি এতদিন পর্যন্ত দ্বিতীয় কোনো ওয়েবসাইটের সন্ধান পাইনি যেখানে এই সাইটের মত কম মূল্যে এবং ভালো কাস্টমার সার্ভিস পাওয়া যায়।


আপনাদের যাদের ডোমেইন/হোস্টিং এর প্রয়োজন, তারা এখান থেকে নিতে পারেন। যেহেতু আপনি এখান থেকে ডোমেইন/হোস্টিং নিলে আমার কোনো লাভ নাই । তাই এ বিষয়ে জোরাজরি করছি না।

এতক্ষণ মনোযোগ সহকারে পোস্ট টি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।




ধন্যবাদ সবাইকে, পোস্ট টিতে মনযোগী হওয়ার জন্য।


ফেসবুকে আমি আছি কিন্তু। প্রয়োজন হলে জানাবেন

About Author

Previous
Next Post »