আসসালামু আলাইকুম। আশাকরি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন কি সম্পর্কে পোস্ট টি।
এটি রবি এবং এয়ার্টেল সিমের জন্য। মানে আপনার রবি/এয়ার্টেল সিম হতে হবে। এবং আপনি যার সাথে কথা বলতে চাইবেন। তার যে কোনো সিম হলেই হবে।
এ জন্য আপনাকে এই সার্ভিস টি নিতে হবে। কিন্তু আপনি যার সাথে কথা বলবেন তার এই সার্ভিস টি নেওয়ার কোনো প্রয়োজন নেই।
সার্ভিস টি কিভাবে নিবেন?
প্রথমে আপনার ফোন থেকে ডায়াল করুন 21277 এই নাম্বারে। তারপর দেখবেন আপনাকে বলছে যে বাংলায় অনুসন্ধানের জন্য ১ চাপুন। আপনি ১ চাপবেন। তারপর দেখবেন আপনাকে কিছু প্যাকেজের কথা বলবে। ১ টাকায় ৫ মিনিটের জন্য ১ চাপুন। ৫ টাকা ২ চাপুন। এরকম।
আপনি আপনার পছন্দের প্যাক টির জন্য প্রয়োজনীয় নাম্বার টি প্রেস করবেন।
যেমন ধরুন আমি ২ প্রেস করছি।
তারপর দেখবেন আপনার ফোনে একটা Pop-Up ম্যসেজ দেখাবে, এবং ১ প্রেস করে কনফার্ম করতে বলবে। নিচের ছবির মত।
১ প্রেস করে কনফার্ম করার পরেই দেখবেন আপনার সার্ভিস টি এবং প্যাক টি একটিভ হয়ে গেছে।
সার্ভিস তো একটিভ হলো, এইবার চলুন বলি কিভাবে আপনি আপনার বন্ধুকে নিজের নাম্বার গোপোন রেখে কল দিবেন।
কল দিন 21277 নাম্বারে। অবশ্যই আপনার সার্ভিস এক্টিভ করা রবি/এয়ার্টেল সিম থেকে।
তারপর আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন।
যাইহোক, যখন আপনাকে বলবে কন্ঠ পরিবর্তন করে কথা বলতে চাইলে ১ চাপুন , তখন আপনি ১ প্রেস করবেন।
তারপর দেখবেন আপনাকে বলবে যে-
ইন্দুরের কন্ঠে কথা বলতে চাইলে ১ চাপুন, রাজার কন্ঠে কথা বলতে চাইলে ২ চাপুন, কার্টুনের কন্ঠে কথা বলতে চাইলে ৩ চাপুন।
কিন্তু আপনি ১/২/৩ না চেপে শূন্য (0) চাপবেন। তাহলে নর্মালি আপনার নিজের কন্ঠেই কথা বলতে পারবেন।
তারপর আপনাকে বলবে যে বিপ টোন শোনার পর আপনার বন্ধুর নাম্বার টাইপ করুন (আপনি টাইপ করবেন 01819400400 এরকম)। এবং টাইপ করা শেষ হলে যেনো ডায়াল আইকনে টাচ করবেন না। দেখবেন অপর প্রান্ত থেকে আপনাকে বলবে যে কনফার্ম করতে ১ চাপুন। তখন আপনি 1 প্রেস করবেন। দেখবেন কল চলে গেছে আপনার বন্ধুর নাম্বারে।
কিছু কিছু সময় এমন হয় যে- কনফার্ম করলে কল কেটে যায়। এটা সম্ভবত অতিরিক্ত ব্যবহারকারীর জন্য হয়। আপনি আবার চেষ্টা করবেন।
দেখবেন আপনার বন্ধুর ফোনে কল গেছে । কিন্তু আপনার নাম্বার থেকে কল যাইনি। ২১২৭৭ এই নাম্বার থেকে কল গেছে।
তখন আপনার বন্ধু কল টা রিসিভ করে কথা বলতে পারবে।
আর হ্যা। মিনিট কিভাবে চেক করবেন?
কাউকে কল দেওয়ার সময় আপনি যখনি ২১২৭৭ নাম্বারে ডায়াল করবেন, তখনি আপনাকে বলে দেবে যে আপনার আর কত মিনিট অবশিষ্ট আছে।
তবে আপনি কোড ডায়ালের মাধ্যমে ও মিনিট কিনতে পারেন।
নিচে সেগুলো দিয়ে দিলাম।
যে কোনো পোস্ট আপনাদের সকলের ভালো লাগবেনা সেটা আমি জানি। যাদের ভালো লাগবে না। তারা অযথা কমেন্ট বক্সে এমন কোনো কমেন্ট করবেন না যাতে পোস্ট কারির মন খারাপ হয়।
(সিস্টেম টি আমার নিজের নয়। তাই Robi Axiata Limited যে কোনো সময় এহার পরিবর্তন করার ক্ষমতা রাখে।)
যাইহোক,
আজ আর লিখছি না।
এমনিতেই লেখার ভিতরে অনেক ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ লেখা হয়নি মনে হচ্ছে। আসলে তাড়াহুড়ো করে লিখছি তো ,তাই।
এ জন্যে আপনাদের অনুরোধ করছি পোস্ট টি একটি গুরুত্ব দিয়ে পড়ার জন্য।
আশাকরি বুঝতে পারবেন।