Crashday RedLine Edition Games কম সাইজের মধ্যে ভালো মানের Racing গেমস যদি খুজে থাকেন তবে আর্টিকেল টি আপনার জন্য।
Crashday RedLine Edition PC Games হলো একটি ধ্বংসাত্মক Racing গেমস। এখানে আপনি অনেক ভাবেই গেমসটি Enjoy করতে পারবেন।
এই Car Racing গেমস টিতে যে সকল ফিচার থাকছেঃ
Bomb Run:
আপনার গাড়িতে বোম লাগানো হবে আর আপনার কাজ হবে দ্রুত গতিতে গাড়িকে নিরাপদ জায়গায় নিয়ে ফাটিয়ে দেওয়া।
Wrecking Match:
এই ফিচারে আপনি অস্ত্র সহ গাড়ি পাবেন। আর আপনার কাজ হবে যত গাড়ি দেখা যায় তাদের গুলি কিংবা রকেট মেরে উড়িয়ে দেওয়া।
Hold The Flag:
মাথায় কত কিছু নিয়েই না Balanced করা যায় তবে এখানে কিন্তু আপনার গাড়ীর ছাদে থাকা Object কে Balanced করতে হবে।
Race:
Car Games আর Race ফিচার থাকবেনা তা হয় নাকি। যদি চান আপনি Race করতে পারবেন। আর Leaderboard তো আছেই তথ্য জানার জন্য।
Pass The Bomb:
এখানেও আপনার গাড়ীর ছাদে বোম লাগিয়ে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব আপনাকে তা Pass করতে হবে। না হলে ফুটে যাবেন আর কি।
Stunt Show:
আপনি বাস্তবে সম্ভব করতে না পারলেও এখানে সহজেই নিজের গাড়ী নিয়ে করতে পারবেন Car Stunt Show.
Crashday Redline Edition Games Details:
Crashday Redline Edition Games প্রকাশ পেয়েছিল ২৩শে ফেব্রুয়ারী ২০০৬ ইং সালে। যার প্রকাশনায় ছিলো Atari, ValuSoft, Atari, Inc.
আপনি শুধু মাত্র Windows Platform থেকে গেমস টি খেলতে পারবেন।
Single Player অথবা Multiplayer যেভাবে আপনার খুশী খেলতে পারবেন কোন ধরা বাধা নেই।
Crashday Redline Edition System Requirements
গেমস টি ডাউনলোড করার আগে অবশ্যই দেখে নিন আপনার কম্পিউটার নিম্নে উল্লেখিত সকল কিছু রয়েছে কিনা।
Minimum System Requirements | |
---|---|
Operating System | Windows XP/Vista/7/ 8/10 |
Processor | Intel Core 2 Duo E6600 |
RAM / Video Memory | 1 GB / NVIDIA GeForce 8800 GT |
Hard Drive | 600 MB |
Video Card | DirectX 11 with Compatible Card |
Recommended System Requirements | |
---|---|
Operating System | Windows XP/Vista/7/ 8/10 |
Processor | Intel Core i3 3.2 GHz, AMD Phenom II X4 955 – 4 Core, 3.2 GHz |
RAM / Video Memory | 8 GB / Radeon R9 280 or Nvidia GeForce GTX 660 |
Hard Drive | 17 GB |
Video Card | DirectX 11 with Compatible Card |
Crashday Redline Edition Games Screenshot:
Crashday Redline Edition Games Purchase Link
Price- 11.65 USD
আর আপনি যদি ক্রয় করতে ব্যর্থ থাকেন তবে চিন্তা নেই আপনার ভাইয়ের আপলোড করা ফাইলটি ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে।
OR
Size: 575 MB
PassWord: sourov.info
আজকের Games Review এখানেই শেষ করছি যদি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )